রমজান মাসে নোট জাল চক্রের ওপর কঠোর নজরদারি

অর্থনৈতিক প্রতিবেদক : রমজান মাসে নোট জাল চক্রের ওপর কঠোর নজরদারিসহ অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকের শাখার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে রমজানে জাল নোট প্রতিরোধে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র প্রচার করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্তী স্বাক্ষরিত ‘রমজান মাসে জাল নোট প্রতিরোধে গৃহীতব্য পদক্ষেপ’ বিষয়ক সার্কুলারে বলা হয়েছে, চলতি রমজান মাসে জাল নোট প্রতিরোধে জালকারী  চক্রের অপতৎপরতা প্রতিরোধে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্রটি পুরো রমজান মাসজুড়ে প্রতি সপ্তাহে ১ দিন সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে বগুড়া জেলাসহ প্রতিটি বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে প্রচার করতে হবে।

সার্কুলারে ব্যাংকের শাখাসমূহে গ্রাহকের বিনোদনের জন্য স্থাপিত টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময়ে ভিডিওচিত্রটি প্রদর্শন করত বলা হয়েছে।

পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে নোট গ্রহণ এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের পূর্বে ‘আবশ্যিকভাবে’ জাল নোট শনাক্তকারী মেশিন দ্বারা পরীক্ষা করার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে এই তিন নির্দেশনা বাস্তবায়ন করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।