রহস্য রেখে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানালেন জনি ডেপের সাবেক স্ত্রী

হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাম্বারের এক মুখপাত্র।

পিপলকে সেই মুখপাত্র বলেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ।

একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েই এখন জোর জল্পনা। কারণ তার দ্বিতীয় সন্তানের বাবা সম্পর্কে এখনো কোনো তথ্য জানাননি অ্যাম্বার বা তার টিম।

প্রসঙ্গত, হলিউডে বেশকিছু সিনেমায় অভিনয় করলেও অ্যাম্বার মূলত জনি ডেপের সঙ্গে তার তিক্ত বিচ্ছেদপর্বের জন্যেই বেশি আলোচিত হন। তাদের দাম্পত্যকলহ গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে সে প্রক্রিয়ার সময় যে ইমেজ সংকটে পড়েছিলেন এই অভিনেত্রী, তা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া