
নিজস্ব প্রতিবেদক : রাখি বন্ধন উৎসব। ভাই ও বোনের প্রীতিবন্ধনে রাখি পূর্ণিমায় সনাতন হিন্দু, জৈন ও শিখরা এ উৎসব পালন করে।
এদিনে বোন ভাইয়ের হাতে রাখি নামে একটি সুতো বেঁধে দেয়। সুতোটি ভাইয়ের প্রতি বোনের ভালবাসা, ভাইয়ের জন্য মঙ্গল কামনা ও বোনকে আজীবন রক্ষায় ভাইয়ের শপথের প্রতীক।
এবার যৌথভাবে এ উৎসব পালন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের নারী ও পুরুষ সদস্যরা।
সোমবার সকালে ১১টায় হিলি স্থলবন্দরে সীমান্তে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়টি জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা মোহম্মদ মোহসিন রেজা।
তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটি হয় ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হিলি আইসিপি গেইটে। সেখানে বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার এসি মিথিলেস কুমার উপস্থিত ছিলেন।
এ সময় বিএসএফের নারী সদস্যরা বিজিবির পুরুষ সদস্যদের হাতে রাখি সুতো বেঁধে দেন। পাশাপাশি বিজিবির নারী সদস্যরা বিএসএফের সদস্যদের হাতে রাখির সুতো বেঁধে দেন।
দুই বাহিনীর সদস্যদের মধ্যে ধরনের বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠান সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন মোহসিন রেজা।
অনুষ্ঠান শেষে উভয় বাহিনীর সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় বলে জানান তিনি।