রাঙামাটিতে অগ্নিকাণ্ডে নিহত ১ : ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে দগ্ধ হয়ে শিখা সাহা নামের এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

আগুনে অন্তত তিনশত দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের সুমল দে নামক এক ব্যবসায়ীর লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

বাঘাইছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস সদস্যরা রওয়ানা দেয়। কিন্তু সংকীর্ণ সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফলে বিজিবি-সেনাবাহিনী-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী চেষ্টা করে বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, রাঙামাটি জেলার অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র এটি।

বাঘাইছড়ি থানা এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে এক নারী নিহত হয়েছে এবং প্রায় তিনশত দোকান- বসতঘর পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম জানিয়েছেন, আগুনে এক নারী মারা গেছেন এবং প্রায় তিনশত দোকান ও বসতঘর পুড়ে গেছে।

তিনি বলেন, উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় এতো বড় বিপর্যয় ঠেকানো গেলো না।