চট্টগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে গ্রেপ্তার করেছে দুদক।
মঙ্গলবার গভীর রাতে রাঙামাটি শহরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক শফিকুর রহমান ভূঁইয়া বলেন, সুকোমল চাকমার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন করপোরেশনে (রাজউক) কর্মরত অবস্থায় বনানী থানায় একটি দুর্নীতির মামলা করে দুদক। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।