
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা আনুপাতিক হারে ভর্তি ও চাকরির ক্ষেত্রে বাঙালি কোটা চালুর দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
হরতালের কারণে রাঙামাটিতে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি জেলা শহর ছাড়াও লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই, কাউখালী উপজেলায় হরতাল চলছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইব্রাহিম জানান, রাঙামাটি মেডিক্যাল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই হরতাল পালন করা হচ্ছে।