
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পাহাড় ধসে বিচ্ছিন্ন হওয়ার দুই মাস পর রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ভারি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে হালকা যানবাহন চলাচল করলেও ভারি যান চলাচল বন্ধ ছিল।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদুল ইসলাম জানান, সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ভারি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে অস্থায়ী সড়ক নির্মাণ করে হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হয়।
প্রকৌশলী এমদাদ আরো জানান, এখন ভারি যান চলাচলে কোনো সমস্যা হবে না। তবুও নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পণ্য বোঝাই ভারি যান চলাচল করতে দেওয়া হবে না।