নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফতুল্লা থেকে বিল্লাল মৃধা নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
পুলিশ আরো জানায়, সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. বিল্লাল হোসেন জনির নেতৃত্বে একদল পুলিশ ফতুল্লা থানার তুষারধারা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে মৃধাকে উদ্ধার করা হয়। আটক করা হয় জাহাঙ্গীর, রমজান ও বুলবুলকে।
বিল্লাল মৃধার পরিবার জানায়, ৭ অক্টোবর সকালে মৃধা যাত্রাবাড়ী সুফিয়া প্লাজা সংলগ্ন বসুন্ধরা ট্রেডার্স নামের রডের দোকান থেকে বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার বোন জোসনা বেগমের মোবাইলে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।