নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৩ জন মাদকাসক্ত ও ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১২২ গ্রাম হেরোইন, এক কেজি ৭৫০ গ্রাম গাঁজা, সাত বোতল ফেন্সিডিল ও ৪৪৫টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেন ডিএমপির বিভিন্ন থানার অফিসার ও গোয়েন্দা পুলিশ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।