
ক্রাইম নিউজঃ রাজধানীর ওসমানী উদ্যান হতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (পূর্ব) বিভাগ।গ্রেফতারকৃতের নাম মোঃ আব্দুল হাকিম বাবলা।তার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থান হতে জনৈক জুয়েলকে নিয়ে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
আসামীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।