নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাত হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল ইসলাম, মো. শফিউল্লাহ ও মো. মাসুম।
মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানান, সোমবার রাতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ বিশ্বরোড কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সাত হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।