রাজধানীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোনিয়ার শ্বশুরসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়া মারা যান।

নিহতের স্বজনেরা জানান, ৪/৫ বছর আগে পারিবারিকভাবে রফিকুল ইসলাম ও সোনিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন রাতে সোনিয়াকে জোর করে বিষপান করানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সোনিয়ার শ্বশুর প্রায়ই বাসার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিতেন। সোনিয়া বাধা দিলে স্বামী ও শ্বশুর মিলে তাকে মারধর করতেন।

মঙ্গলবার সকালে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া লবলেন, সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে সোনিয়ার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সোনিয়ার শ্বশুর আবদুস সালাম ও স্বামীর ভাই রুবেলকে আটক করা হয়েছে। তবে স্বামী রফিকুল ইসলাম পলাতক।