নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে জাহানারা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে আরো জানানো হয়, শনিবার রাতে রাজধানীর দক্ষিণ মনিপুরে বৈশাখী রোডের একটি বাসার সামনে অভিযান পরিচালনা করে জাহানারাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।