নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে কদমতলীর উজালা ম্যাচ কারখানার সামনে ওই শিশুকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে সে মারা যায়।
আবদুল্লাহর স্বজনরা জানান, দুপুর আড়াইটার দিকে উজালা ম্যাচ কারখানার সামনে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখমণ্ডল ও মাথার বাম পাশে থেঁতলানো ছিল। তার শরীরে আঘাতের চিহ্নও ছিল।
আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, সকাল থেকে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে তাকে উজালা ম্যাচ ফ্যাক্টরির সামনে পাওয়া যায়।
আব্দুল্লাহর মা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থালা-বাসন ধোয়ার কাজ করেন। বাবা গোলাম মোস্তফা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে মেকানিক হিসেবে কর্মরত। তারা শ্যামপুরের আলীবহরে আওয়ামী লীগ নেতা সাব্বিরের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের বাড়ি বরিশালের সদর থানার আন্দারমানিক গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।