নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষানটেক এলাকায় ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. হোসেন (২৮)।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাত ৮টার দিকে পুরাতন কচুক্ষেত এলাকার তামান্না কমপ্লেক্সে অভিযান পরিচিলনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে ভাষানটেক থানায় একটি মামলা (নম্বর-৫) দায়ের করা হয়েছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।