নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে চলন্ত বাসে আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই মাছ ব্যবসায়ী ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলম মিয়া ও শফিকুল ইসলাম কাপ্তান বাজারে ব্যবসা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ ভোরে তারা বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। বাস টিকাটুলি এলাকায় গেলে চার-পাঁচ জন যুবক বাসের ভেতরেই তাদের ঘিরে ধরে এবং ছুরি মেরে দুজনের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বাস জনপদ মোড়ে গেলে বাসচালক, সহকারী ও ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ দুই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আলমের পেটে ও শফিকুলে ডান হাতে ছুরির আঘাত লেগেছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হবে।