রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

রাজধানীর উত্তর মুগদায় লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত রিকশাচালক নাসির (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পেশায় রিকশা চালানোর পাশাপাশি কাঁচামাল বিক্রি করতেন নাসির।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নাসিরের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে উত্তর মুগদা ১৩৫/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত নাসিরের ছেলে মোহাম্মদ রাজন জানান, গত কোরবানির ঈদে পাশের এলাকার এক কসাইয়ের সঙ্গে পশু জবাই করতে যান তার বাবা। সেই কাজের দুই থেকে তিন হাজার টাকা তাদের কাছে পাওনা ছিলেন নাসির। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই গতকাল নাসিরের সঙ্গে ওই কসায়ের বাগ্বিতণ্ডা হয়। তারপর গতকাল দুপুরে ও বিকেলে ওই কসাইর সহযোগী বাঘাসহ বেশ কয়েকজন মিলে নাসিরকে মারধর করে। রাতে নাসিরের ছেলেরা রাজনসহ আরও দশজন মিলে এ ঘটনায় বিচার চাইতে যায় তাদের কাছে।

সেখান থেকে ফেরার সময় বাঘার নির্দেশে স্থানীয় রিপন, রিপনের মা খুকি, খোকন, শামীমসহ বেশ কয়েকজন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে রিপন নাসিরকে জাপটে ধরে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এটা দেখতে পেয়ে নাসিরকে উদ্ধার করে রাতেই রাজধানীর কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাও তাকে ভর্তি না রাখা হলে শেষে ধানমন্ডির ইউনি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন সকাল ৬টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কথা বলে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ পারভেজ জানান, টাকা ও পয়সার লেনদেনকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হয় নাসির। সকালে চিকিৎসাধীন ধানমন্ডির একটি ক্লিনিকে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় খুকি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।