নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে একটি বাসায় ডাকাতির ঘটনায় তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল, মো. বাবুল ও মো. কবির হোসেন।
শুক্রবার রাতে তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ।
শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার শাহজাহানপুর এলাকার উত্তর শাহজাহানপুরে ৩৮১ নম্বর বাসার নিচ তলায় ডাকাতির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ জানতে পারে ডাকাত সদস্যরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি হাওয়াই জিআর-৫ মোবাইল, একটি স্যামসাং গ্রান্ড নিউ মোবাইল, দুইটি ক্যামেরা, নগদ ৯৯০ টাকা, দুইটি ল্যাপটপ, একটি স্যামসাং এলইডি মনিটর, বাদীর ব্যবহৃত শার্ট, গ্রিল কাটার সরঞ্জাম, তিনটি চাপাতি, একটি লোহার তৈরি স্লাইড রেঞ্জ, সিটিগোল্ডের গয়নাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই বাসায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।