রাজধানীতে ডিবি পরিচয় দেওয়া ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ডিবি পরিচয় দেওয়া ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, রনি ওরফে মাহাবুব, ইব্রাহিম এবং শাখাওয়াত হোসেন সজিব।

শুক্রবার বিকেলে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা ডিবি উত্তর। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, হ্যান্ডকাপ এবং পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ-কমিশনার নাজমুল আলম।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে তুলে নিত। পরে জনশূন্য এলাকায় নিয়ে তার সর্বস্ব কেড়ে নিত।

তিনি বলেন, তারা ব্যাংক এলাকায় অবস্থান নিয়ে ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা ছিনিয়ে নিত। এছাড়াও তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে নানা অপকর্ম চালাত।

তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।