নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি/পশ্চিম)।
মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস হোসেন (২৫), মেহেদী হাসান (২৮), ইব্রাহিম খলিল (২৮), ফারুক হোসেন ওরফে রনি (২৮) ও এমদাদুল শেখ ওরফে ইব্রাহিম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি, তিনটি ককটেল, একটি শাবল, পটাশ ও সালফার জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।’
মাসুদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, চক্রটি ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার মিল-ফ্যাক্টরির টাকা এক স্থান হতে অন্য স্থানে পরিবহনের সময় বোমা ফাটিয়ে ছিনতাই করে। এ ছাড়া তারা ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতি করত।’
তাদের বিরুদ্ধে ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান মাসুদুর রহমান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।