রাজধানীতে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মো. সোহেল নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন।

সোমবার সকাল ৭টার দিকে দক্ষিণ বনশ্রীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক জাহিদুর রহমান বলেন, দক্ষিণ বনশ্রী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন সোহেল। এ সময় তার গলায় থাকা চাদর মেশিনের সঙ্গে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।