
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকা থেকে অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
তারা হলেন- মো. রুবেল শেখ, মো. সোহেল মোল্লা, মো. বাহিদ শেখ, মো. আব্দাস মিয়া ও মো. আরিফুল ইসলাম আরিফ।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘রোববার রাতে বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি অবৈধ বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র দেশে আনার ব্যাপারে অনেক তথ্য দিয়েছে। তারা রাজধানীতে মাদক, ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।’
এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।