নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
বুধবার রাত ১২টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরে ভিআইপি পরিবহনের চাপায় এক কিশোর নিহত হয়। পরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যায় পুলিশ। তার নাম হাবিবুর রহমান হাবু। সে জর্দা তৈরির কারখানায় কাজ করত।
এ ছাড়া রাত ১০টার দিকে মিরপুরের শাহআলী মাজারের সামনে ট্রাকচাপায় আহত হন হাবিবুর রহমান নামে (৩০) এক পোশাকশ্রমিক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।
হাসপাতালে নিহতের বন্ধু নাজমুল জানান, হাবিবুর সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর।
এর আগে বিমানবন্দর থানার কাওলা এলাকা থেকে গতকাল রাতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। এসব ঘটনায় পৃথক থানায় ৩টি মামলা হয়েছে।


