রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। পরিবারের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ।

মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের স্বাভাবিক ভিড় দেখা গেছে। এদের অধিকাংশই সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মরত।

যাত্রীদের অভিযোগ,নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়েছে ফুলবাড়িয়া টার্মিনালে আসা আন্তঃজেলা বাস পরিবহনগুলো।

মঙ্গলবার ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ইমাদ, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, পদ্মা, ইলিশ, আনন্দ, বিআরটিসি, সুন্দরবন, অভিযান, গ্রিনসেবাসহ বিভিন্ন পরিবহন থেকে যাত্রীরা নামছেন।

লালবাগের বাসিন্দা আর কে সবুজ বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফিরলাম। গতকাল (সোমবার) অফিস খুলেছে, তাই চলে এসেছি। যাওয়ার ও আসার সময় অতিরিক্ত টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে।’

টার্মিনালে কথা হয় ইমনের সঙ্গে। বলেন, ‘অফিস খুলেছে। তাই মা-বাবার সঙ্গে ঈদ করে চলে এলাম। ঈদে বাড়তি একদিনের ছুটি নিয়েছিলাম। ছুটি শেষ কর্মের তাগিদে চলে এসেছি। পিরোজপুর থেকে ৩৫০ টাকা ভাড়া হলেও আসতে ৭৫০ টাকা করে ভাড়া দিতে হয়েছে।’

ফুলবাড়িয়া ইমাদ পরিবহনের কাউন্টারের টিকিট মাস্টার আব্দুল আওয়াল বলেন, ‘ঢাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি চালিয়ে যেতে হয়। রাস্তায় বিভিন্ন নামে বকশিশ দিতে হয়। এ টাকা যাত্রীদের কাছ থেকে আয় করে দেই। সারা বছরের চেয়ে ঈদের সময় বাড়তি যাত্রী থাকে। তাই ঈদের সময় কিছু বাড়তি টাকা নেওয়া হচ্ছে।’