নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালে বাসের ধাক্কায় সাদিয়া হাসান (২২) নামে এক মেডিক্যাল কলেজের ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ছাত্রীর মা।
শনিবার সকাল ৭টার দিকে বংশালের নর্থ সাউথ রোডের আল রাজ্জাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার বাড়ি রাজশাহীতে। তার বাবার নাম হাসান-উজ জামান। সাদিয়া ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাদিয়া ও তার মা গ্রামের বাড়ি থেকে আজ সকালে ট্রেনে করে কমলাপুরে আসেন। সেখান থেকে অটোরিকশা করে তারা সাদিয়ার হোস্টেলে যাচ্ছিলেন। তাদের গাড়ি নর্থ সাউথ রোডে পৌঁছালে একটি বাস ধাক্কা দেয়। এতে তারা দুজনেই আহত হন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।