জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল, যুবদল নেতা সৈয়দ আবেদীন প্রিন্সসহ যুবদলের প্রায় কয়েকশ’ নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।
এ সময় যুবদলের নেতা-কর্মীরা ‘খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘খালেদা জিয়ার মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।