নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পিয়াস (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিল্পাঞ্চল এলাকায় একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যার দিকে পিয়াস গাড়ির বাম্পার মাঁচা থেকে নামাচ্ছিলেন। এ সময় সেটি একটি অরক্ষিত বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিয়াসের বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়ায়। তিনি একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।