নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকার গাবতলী নামাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে গাবতলীর কোটবাড়ী এলাকার নামাপাড়ার ১৩২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসিনার বাড়ি ভোলা সদর উপজেলায়।
হাসিনার স্বামী মনির হোসেন জানান, সকালে রুমের দরজা খোলার সময় একটি পরিত্যক্ত তারে হাত লাগে হাসিনার। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।