
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সম্প্রচার সরঞ্জামসহ আনুমোদনহীন দুই টেলিভিশনের চার ভুয়া সংবাদিককে আটক করেছে র্যাব।
শনিবার ভোর ৪টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যারের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহামন।
তিনি জানান, আটকরা অনুমোদনহীন টিভি চ্যানেল ‘এইচ বাংলাটিভি` ও ‘নেহা টিভি’ এর সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসতেন। তাদের কাছ থেকে পাইরেটেড সিডি ও সম্প্রচারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।