
মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয় রেলওয়েতে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় ভুয়া সহকারী সচিব পরিচয়ধারী প্রতারক মির্জা শফিকুর রহমানকে আটক করে পুলিশ।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পুলিশ প্লাজায় অবস্থানরত জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কানন রেল মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আতিকুর রহমানকে ফোন করে জানান, রেলপথ মন্ত্রণালয়ের জাহিদুল ইসলাম নামের এক সহকারী সচিব রেলওয়েতে চলমান নিয়োগে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার নাম করে জনৈক মো. নুরুন্নবী কিরণের কাছ থেকে ৫ লাখ টাকার চুক্তি করে ইতিমধ্যে ৩ লাখ টাকা নিয়েছে। চাকরি প্রার্থীর সন্দেহ হওয়ায় সে সাইদ হাসান কাননকে জানালে তিনি রেল মন্ত্রীর একান্ত সচিবকে বিষয়টি অবগত করেন।
বিষয়টি জানার পরে রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সালাম বৃহস্পতিবার বিকেলে পুলিশ প্লাজায় উপস্থিত হয়ে সেখানে অবস্থানরত চাকরি প্রত্যাশী ব্যক্তি, প্রতারক রেলপথ মন্ত্রণালয়ের বাজেট শাখা-১ এ সহকারী সচিব জাহিদুল ইসলাম পরিচয়ধারী উল্লাপাড়ার জুট ইন্সপেক্টর মির্জা শফিকুর রহমানকে দেখতে পান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৩ লাখ টাকা অগ্রিম নেওয়ার কথা স্বীকার করেন। এ সময় রেলপথ মন্ত্রীর একান্ত সচিব তাৎক্ষণিক গুলশান থানায় অবহিত করলে সেখান থেকে পুলিশ এসে প্রতারক শফিকুর রহমানকে আটক করে।
গ্যারান্টি হিসেবে চাকরি না পেলে ৫ লাখ টাকা ফেরত দেওয়ার প্রমাণ হিসেবে ডাচ বাংলা ব্যাংকের চেকও চাকরি প্রত্যাশীকে দেয় শফিকুর।
জানা গেছে, চাকরি প্রত্যাশী ব্যক্তির কাছ থেকে চুক্তি মোতাবেক অবশিষ্ট ২ লাখ টাকা নিতে প্রতারক শফিকুর পুলিশ প্লাজায় এসেছিল।