
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ৬৮ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৭৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।