রাজধানীতে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুর থেকে ১১ লাখ টাকা মূল্যের মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালবাগ থানা।

আটককৃতরা হলেন- আল আমিন ওরফে সুন্দর চন্দ্র সরকার (২৩) এবং মো. আবুল কালাম আজাদ (৩৭)।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে আজিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়েছে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে আজিমপুর এলাকায় টহল পুলিশ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৩১১৯) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাঠের গুঁড়ার বস্তার সঙ্গে কার্টন ও চটের বস্তায় লুকানো অবস্থায় ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের  ১ হাজার  ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মাদকসহ ট্রাকের সঙ্গে থাকা দুজনকে আটক করে টহল পুলিশ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আটক আল আমিনের বাড়ি বগুড়া জেলার কাহালু থানায় এবং আজাদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।