নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আজিজুল হক (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের কাটাসুর শেরে বাংলা রোডের ১৮ নম্বর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. রাজিব মিয়া বলেন, সংবাদের ভিত্তিতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আজিজকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন পেলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’
আজিজের মা রোজিনা বেগম বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় তার হাত বাঁধা ছিল। কিন্তু পুলিশ বলছে এটি আত্মহত্যা! হাত পেছনে বাঁধা অবস্থায় সে কিভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে?’
আজিজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি সে চাকরি ছেড়ে দিয়েছেন। তার বাবার নাম সবুর মিয়া। তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদরে।