রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন গুলিবিদ্ধ

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হেলাল (৩৫) ও সিরাজ (৫০) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। র‌্যাবের দাবি তারা ডাকাত দলের সদস্য।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা উদ্যান একতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ডাকাত সরদার হেলাল (৩৫), সিরাজ সিকদার (৫০), রাশেদুজ্জামান ওরেফ সুমন (২২), মোখলেছ ওরেফ নুরে আলম (১৮), নুর মোহাম্মদ আলী ওরফে সুমন (২০), আব্দুল ওহাব ওরেফ সুজন (১৯)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি (পিস্তল), তিন রাউন্ড ৭.৬৫ মিলি মিটার পিস্তেলের গুলির খালি খোসা, দুই রাউন্ড ওয়ান শুটারগানের খালি কার্তুজ, তিনটি চাকু, তিনটি শাবল, একটি স্লাইরেঞ্জ, চারটি স্ক্রু ড্রাইভার, একটি গ্রিল কাটার, ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল এবং চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।

বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একতা হাউজিং এলাকায় ডাকাতদের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানতে পারে র‌্যাব-২। এরপর র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে তারা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনসহ ছয়জনকে আটক করা হয়।

গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে পরে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য চারজনের সঙ্গে রাখা হয়।