নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী মো. আরিফ (৩৬), মো. সুমন (২৬), মো. কাওছার (২৫) ও চালক জাহাঙ্গীর (৪০)। এদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক।
ওয়ারী থানার উপপরিদর্শক মো. হারুন জানান, ‘বিকেলে গুলিস্তান ফ্লাইওভারের ওপরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিযে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশার চালকসহ তিন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসটি জব্দ করা যায়নি।