নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় সড়ক দুর্ঘটনায় মাজেদুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টায় মুগদা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাজেদুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দাদরায়। তিনি পরিবার নিয়ে মুগদার এশিয়ান স্কুলের সামনে ৩০ নম্বর বাসায় থাকতেন।
মুগদা থানার উপপরিদর্শক মো. জয়নাল জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস মাজেদুলকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সকাল সোয়া ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।