নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী ও কাজের মেয়েকে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে ঢাকার চার নম্বর যৌথ বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাইদ হাওলাদার ও রিয়াজ নাগ রালি। রায় ঘোষণাকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
২০১৫ সালের ২৪ মার্চ যাত্রাবাড়ীতে রওশন আরা বেগম ও তার কাজের মেয়ে কল্পনাকে হত্যা করে আসামিরা।