
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে শফিক আহমেদ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেল ফার্মগেটের ৭১০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, শফিক আহমেদ গত ১০ জানুয়ারি এই হোটেলে ওঠেন। আজ সকালে হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করলে তিনি সাড়া দেননি। থানায় খবর দিলে আমরা ওই কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করি।
তিনি বলেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই কক্ষ থেকে বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদপান বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মৃত শফিকের বাড়ি চট্টগ্রাম জেলার লালখান বাজারে।