রাজধানীতে ৩০-৪০টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকায় ৩০-৪০টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় এক পুলিশ সার্জেন্টের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে হাজিরা শেষে খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে চলে যাওয়ার পর গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।

জানা গেছে, আদালতের কার্যক্রম শেষে খালেদা জিয়া তার গুলশানের বাসভবনের ‍উদ্দেশে চলে যান। এ সময় ছাত্রদলসহ বিএনপির কর্মীরা মিছিল করে আসছিল। হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে তাদেরকে ধাওয়া করে পুলিশ। এ সময় তারা সচিবালয়ের সামনে আবদুল গণি সড়কে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা এসব গাড়ি ভাঙচুর করেছে। তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।