নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ৬২৪টি চকলেট বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মঙ্গলবার জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো: ফারুক হোসেন। রাজধানীর গাবতলী এলাকায় সোমবার রাতে অভিযান পরিচালনার সময় ফারুককে দেখে সন্দেহ হয় দারুস সালাম থানা পুলিশের। তার দেহ তল্লাশি করে এই বোমা উদ্ধার করা হয়। ফারুক নাশকতা করার জন্য বোমাগুলো রেখেছিল বলে পুলিশ সন্দেহ করছে। এ ব্যাপারে দারুস সালাম থানায় বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার মো: ফারুক হোসেনকে বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়।