নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে স্যামসাং মোবাইলের ৫৪তম আউটলেট উদ্ভোধন করা হয়েছে।
ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ সম্প্রতি এ আউটলেট উদ্ভোধন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি), স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিউংওয়ন ইউনসহ এক্সেল টেলিকম ও স্যামসাং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড লাবিব গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। বিজ্ঞপ্তি।