
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গ্রিনরোডে বৃষ্টির পানিতে সড়কের একটি অংশ ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধসে পড়া ওই সড়কের গ্যাস লাইনও লিকেজ হয়েছে।
সোমবার সকালে গ্রিন রোডের ১২৩ জাহানারা গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, বৃষ্টির পানিতে জাহানারা গার্ডেনের সামনের অংশের সড়ক ধসে গেছে এবং ওই জায়গার গ্যাস লাইনে লিকেজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গ্যাস লাইনের কর্মীরা আসলে আমাদের ইউনিট চলে আসে।a