রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুজনকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় বিল্লাল হোসেন (২৪) ও নূর হোসেন (১৮) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তেজগাঁওয়ে আল-রাজি হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টা করে বিল্লাল ও নূর হোসেন। বিষয়টি দায়িত্বরত টহল পুলিশের নজরে আসলে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।