রাজধানীর থেকে পাঁচ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর থেকে পাঁচ ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, হাতকড়া, ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানি বলেন, ‘রোববার দিবাগত রাতে কমলাপুর বিশ্বাস টাওয়ার এলাকায় গোপন সংবাদে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।’

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফিরোজ, মনিরুজ্জামান, মো. বাদল, মো. মোমিন আলী ও শহীদুল হাসান। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির ব্যবহৃত তিনটি জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিল।