নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরানা পল্টনে শাওন টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে শাওন টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাওন টাওয়ারের বেইজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।