রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এ মেলা শেষ হবে আজ শনিবার। গতকাল দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেল, মেলার প্রতিটি স্টলেই রয়েছে ছাড় ও উপহার।
মেলার প্রথম দিনেই নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। এ ছাড়া বিভিন্ন মডেলের স্মার্টফোনে জ্যাকেট, ব্যাগসহ নানা ধরনের উপহার দিচ্ছে স্যামসাং। সিম্ফনি ছয়টি মডেলের ফোনে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। সিস্ফনি ভি৮৫, এইচ ৬০, এইচ ১২০ মডেলের ফোন মূল্যছাড়ে বিক্রি হচ্ছে ৫ হাজার ৪০০, ৫ হাজার ৬৯০ এবং ৫ হাজার ৯৯০ টাকায়। অপ্পো ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে রয়েছে সেলফি স্টিক, হেডফোন ইত্যাদি। গ্যাজেট গ্যাং সেভেন স্মার্টফোনের সঙ্গে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। উইয়ের একটি স্মার্টফোন কিনলে আরেকটি স্মার্টফোন ফ্রি। আরও থাকছে মালদ্বীপ, থাইল্যান্ড ঘোরার সুযোগ। লিনেক্স স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাচ্ছে বক্স প্রজেক্টর।
হুয়াওয়ের স্মার্টফোনের সঙ্গে ৫০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত মূল্যফেরত পাওয়া যাচ্ছে। এ ছাড়া সেলফি স্টিক, ট্রাই–পড, এসডি কার্ড এবং ফ্লিপ কভার পাচ্ছেন ক্রেতারা। ৮ হাজার ৯৯০ টাকা দামের হুয়াওয়ে মিডিয়া প্যাড টি১–৭ কেনা যাচ্ছে ৫০০ টাকা কমে। একটি ফ্লিপ কভার এবং ১৬ গিগাবাইট এসডি কার্ডও পাওয়া যাচ্ছে। এ ছাড়া হুয়াওয়ে পাওয়ার ব্যাংক ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ৪০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন।
স্মার্টফোন ও ট্যাবের বাইরে যা রয়েছে
মেলায় বিজয় সফটওয়্যারের স্টল রয়েছে। এডেটা মেলায় বিভিন্ন দামে পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ, কেব্ল বিক্রি করছে। এবারের মেলায় প্রথমবারের মতো হাজির হয়েছে ই–কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল।
আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।