রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার বেলা সোয়া ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ গেইটে বৈদ্যুতিক ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।