রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ ও গোয়েন্দাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নেশার ইনজেকশন, বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে। শুক্রবারই তাদের আদালতে পাঠানো হয়।