রাজধানীর মাদকবিরোধী অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালা করা হয়। এতে ২২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়ছে।

আটককৃতদের তাদের কাছ থেকে ২২০ গ্রাম গাঁজা, ১ হাজার ১৭৫ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৭২ পিস ইনজেকশন ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।