
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদাপাড়ায় গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে লাশটি ঝুলন্ত ছিল।
মুগদা থানার ওসি এনামুল হক জানান, ধারণা করা হচ্ছে দু-তিন দিন আগে ঘটনাটি ঘটতে পারে। আজকে সকালে আশপাশের লোকজন লাশের গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।